১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

টাইব্রেকারে স্বপ্ন ভাঙল বাংলাদেশের

শেয়ার করুন

সাফ অনূর্ধ্ব–১৭ ফুটবলের ফাইনালে গত বছর ভারতের কাছে হেরে স্বপ্ন ভেঙেছিল বাংলাদেশ দলের। এবারও একই ভাগ্য বরণ করতে হলো লাল–সবুজের ছেলেদের। আজ কলম্বোয় ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে ২-২ গোলে সমতা থাকার পর গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-১ ব্যবধানে হারে বাংলাদেশ।

এই নিয়ে ভারতের কাছে সব রকমের বয়সভিত্তিক সাফ মিলিয়ে টানা চতুর্থবার ফাইনাল হারল বাংলাদেশ। সবশেষ ভারতের অরুণাচলে গত মে মাসে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব–১৯ সাফের ফাইনালে টাইব্রেকারে হারে লাল-সবুজ জার্সিধারীরা।

আজ কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে হওয়া এই ম্যাচের চতুর্থ মিনিটেই গোল খায় বাংলাদেশ। দারুণ গোল করেন ভারতের দালামুয়োন গাত্তি। সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি বাংলাদেশের তরুণরা। ২৫ মিনিটে নাজমুলের কর্নার থেকে হেডে বাংলাদেশকে সমতায় ফেরান মোহাম্মদ মানিক।

যদিও সমতা বেশিক্ষণ রাখতে পারেনি লাল-সবুজরা। ৩৮ মিনিটে ভারতের আক্রমণ থামাতে গিয়ে ভুল করে বসে গোলাম রব্বানীর দল। বাংলাদেশ গোলকিপার আলিফ রহমান প্রতিপক্ষ এক খেলোয়াড়ের শট ঝাঁপিয়ে পড়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে গোল দিয়ে ব্যবধান ২-১ করেন আজলান শাহ।

দ্বিতীয়ার্ধে ভালো খেললেও ভারতের কড়া রক্ষণ ভেদ করে গোল করতে পারেনি বাংলাদেশ। তবে যোগ করা পাঁচ মিনিটের শেষ মিনিটে সাব্বির ইসলামের লম্বা থ্রো থেকে দারুণ শটে নাটকীয়ভাবে স্কোরলাইন ২–২ করেন ইহসান হাবিব। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে শুরু থেকেই ভুল করতে থাকে বাংলাদেশ। প্রথম দুইটি শটই মিস করে তারা। এরপর একটি শটে গোল হলেও ভারত টানা ৪ শট জালে জড়িয়ে ৪-১ ব্যবধানে জয় ও শিরোপা নিশ্চিত করে।

শেয়ার করুন