১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসুর উদ্যোগে ক্যাম্পাস থেকে ভবঘুরে উচ্ছেদ অভিযান

শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ক্যাম্পাসে মাদকাসক্ত, পাগল ও ভবঘুরে মুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ শনিবার দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। টিএসসির মেট্রোস্টেশনের নিচ থেকে এ কার্যক্রমের সূচনা করা হয়।

অভিযান পরিচালনার তত্ত্বাবধানে ছিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। তিনি বলেন, ‘ক্যাম্পাসে আমরা দেখছি মাদকাসক্ত, পাগল ও ভবঘুরেরা অবস্থান করছে। এদেরকে উচ্ছেদ করা হচ্ছে এবং ভবিষ্যতে তাদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। তার আগপর্যন্ত এটি আমাদের স্বাভাবিক অভিযান। আজ আমরা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে যেখানে এ ধরনের সমস্যা আছে সেসব জায়গায় অভিযান চালাব এবং সমাধান করব।’

তিনি আরও বলেন, ‘এ কাজটি মূলত বিশ্ববিদ্যালয়ের পেট্রোল টিমের দায়িত্ব। তারাই নিয়মিতভাবে এ কার্যক্রম পরিচালনা করে থাকে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়ানো এ বিষয়গুলো নিয়ে আমরা একসঙ্গে কাজ করব।’

শেয়ার করুন