
বিশ্ব সোরিয়াসিস দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হলো সোরিয়াসিস এওয়ারনেস ক্লাব আয়োজিত র্যালি ও সেমিনার। এবছরের প্রতিপাদ্য ছিল— “সোরিয়াটিক রোগ এবং সহ-বিদ্যমান রোগসমূহ: ডমিনো প্রভাব বোঝা”। দিনব্যাপী এ আয়োজনের উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে সোরিয়াসিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও রোগটির সহ-সম্পর্কিত জটিলতা সম্পর্কে ধারণা দেওয়া।
বুধবার (১৫ অক্টোবর) ঢাকায় আয়োজিত এ অনুষ্ঠানে চিকিৎসক, বিশেষজ্ঞ, মেডিকেল শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। শুরুতে সোরিয়াসিস এওয়ারনেস ক্লাবের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে একটি সেমিনারের আয়োজন করা হয়, যেখানে দেশের খ্যাতনামা ত্বক বিশেষজ্ঞরা সোরিয়াসিস রোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ডা. এজেডএম মাইদুল ইসলাম। তিনি বলেন, “সোরিয়াসিস শুধু একটি ত্বকের রোগ নয়, এটি দীর্ঘস্থায়ী প্রদাহজনিত অসুখ, যা হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ অন্যান্য জটিল রোগের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তাই সময়মতো চিকিৎসা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
প্রফেসর ডা. এমইউ কবির চৌধুরী তাঁর বক্তব্যে সোরিয়াসিস রোগীদের মানসিক অবস্থার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “এই রোগে আক্রান্ত অনেক মানুষ সামাজিকভাবে একঘরে হয়ে পড়েন। তাদের পাশে দাঁড়ানো এবং সঠিক চিকিৎসা ও মানসিক সহায়তা দেওয়া সমাজের দায়িত্ব।”
প্রফেসর ডা. মুনীর রশীদ বলেন, “সোরিয়াসিসের চিকিৎসা এখন অনেক সহজলভ্য হয়েছে। আধুনিক থেরাপি ও ওষুধের মাধ্যমে রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে জনগণের সচেতনতা ও নিয়মিত চিকিৎসা গ্রহণই রোগ নিয়ন্ত্রণের মূল উপায়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোরিয়াসিস এওয়ারনেস ক্লাবের সভাপতি প্রফেসর ডা. মো. সামিউল হক। তিনি বলেন, “বাংলাদেশে সোরিয়াসিসে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। তাই আমাদের আরও গবেষণা, প্রচার ও রোগী সহায়তা কার্যক্রম জোরদার করতে হবে।”
সেমিনারটি পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. এম আবু হেনা চৌধুরী। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো সোরিয়াসিস সম্পর্কে সচেতনতা তৈরি করা, যাতে রোগীরা সঠিক সময়ে চিকিৎসা পায় এবং সমাজে বৈষম্যের শিকার না হয়।”
এবারের আয়োজনে বৈজ্ঞানিক সহযোগী হিসেবে অংশ নেয় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি সোরিয়াসিস রোগ সম্পর্কে চিকিৎসক ও রোগী পর্যায়ে তথ্য প্রচারে অবদান রেখে আসছে।
সেমিনার শেষে অংশগ্রহণকারীরা সোরিয়াসিস রোগ সম্পর্কে তথ্যবহুল লিফলেট ও পরামর্শ সামগ্রী গ্রহণ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা সারা দেশে সচেতনতা বাড়াতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবেন।
সংগৃহীত। সিএনআই/২৫