জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলেও দুই দেশের সম্পর্ক আটকে থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আয়োজিত আলোচনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের বহুমাত্রিক স্বার্থ বিভিন্ন দেশের সঙ্গে জড়িত—ভারতও তার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই একক কোনো বিষয় সম্পর্ককে নির্ধারণ করবে না। তবে দণ্ডিত হওয়ায় শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাওয়ার প্রত্যাশা বাংলাদেশের রয়েছে।
তিনি বলেন, তিস্তার পানি বণ্টন কিংবা সীমান্ত হত্যা—এসব ইস্যু শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্ন থেকে আলাদা। প্রতিটি বিষয়ই নিজস্ব অবস্থানে রয়েছে, এবং দুই দেশের পারস্পরিক স্বার্থ অপরিবর্তিত থাকবে।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ বিষয়ে তিনি জানান, তিনি ভারতে অবস্থান করছেন বলে জানা গেলেও দিল্লির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি।
সীমান্ত হত্যার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ-ভারত সীমান্ত বিশ্বে একমাত্র সীমান্ত যেখানে যুদ্ধাবস্থা না থাকলেও নিয়মিত হত্যার ঘটনা ঘটছে। ঢাকা এ বিষয়ে নিয়মিত প্রতিবাদ জানিয়ে আসছে।
‘ভারতের সঙ্গে উষ্ণ সম্পর্ক ছিল’—এ দাবি নাকচ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত সরকারের সঙ্গে ভারতের উষ্ণতা থাকলেও জনগণের সঙ্গে সেই সম্পর্ক ছিল না। সেই ঘনিষ্ঠতা দিয়ে সীমান্ত হত্যা বা পানিবণ্টন সমস্যা সমাধান সম্ভব হয়নি বলেও তিনি মন্তব্য করেন।
সিএনআই/২৫