
চার দিনের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আজ (মঙ্গলবার, ৭ জানুয়ারি) সকাল ৭টা ৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১, আর ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান এবং চীনের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ৬১৮ কিলোমিটার দূরে চীনের একটি অঞ্চলে ছিল।
উল্লেখ্য, এর আগে গত ৩ জানুয়ারি ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।