১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ঢামেকের আশপাশ থেকে তিন মৃতদেহ উদ্ধার

শেয়ার করুন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আশপাশ থেকে তিন জন ভবঘুরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের কারও পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ৩০, ৫০ ও ৬০ বছর এবং তারা সবাই পুরুষ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর পৌনে ২টায় ঢাকা মেডিকেল কলেজ গেইটের সামনে থেকে অজ্ঞাত পুরুষ (৫০), বিকাল ৫টায় হাসপাতালের জরুরী বিভাগের সামনে থেকে অজ্ঞাত পুরুষ (৬০) ও বিকাল সোয়া ৫টায় জরুরী বিভাগের মেইন গেইটের বিপরীতে প্রাচীরের কাছ থেকে অজ্ঞাত পুরুষ (৩০) এর মৃতদেহ উদ্ধার করে শাহবাগ থানার পুলিশ।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘৯৯৯ এ সংবাদ পেয়ে শাহবাগ থানার পুলিশের কনস্টবল সানাউল মিয়া পৃথক সময়ে তাদের মরদেহ উদ্ধার করেন। মৃতদেহ তিনটি জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তাদের পড়েন ছিল ময়লাযুক্ত পোশাক। যা দেখে মনে হচ্ছে তারা উভয়ই ভবঘুরে প্রকৃতির। দীর্ঘদিন অসুস্থ অবস্থায় রাস্তায় পরে থেকে হয়তো তারা মারা গিয়েছেন।’

শেয়ার করুন