
কুমিল্লার হোমনায় মাহমুদা আক্তার (২৯) নামে এক এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার রামকৃষ্ণপুর আড়ালিয়াকান্দি গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাহমুদা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার লেশিয়ারা মধ্যপাড়ার আজিজের মেয়ে। তার স্বামী রবিউল আউয়াল সৌদি প্রবাসী। তাদের এক ছেলে (২) ও এক মেয়ে (৬) রয়েছে।
মাহমুদা বেসরকারি সংস্থা মানবিক উন্নয়ন কেন্দ্র (পদক্ষেপ)-এর রামকৃষ্ণপুর শাখায় ফিল্ড অফিসার পদে কর্মরত ছিলেন। তিনি ওই এলাকার আড়ালিয়া কান্দির তিন তলা বাড়ির একটি ভাড়া বাসায় থাকতেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে মাহমুদা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। বুধবার (১৫ অক্টোবর) রাতে স্বামীর সঙ্গে শেষবার কথা বলেন তিনি। ধারণা করা হচ্ছে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক মনোমালিন্যের কারণে মাহমুদা আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্তের রিপোর্ট আসলে অধিকতর তদন্তের মাধ্যমে মূল কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।