১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নাবিক ভর্তির প্রতারকচক্রের ২ সদস্য আটক

শেয়ার করুন

বাংলাদেশ নৌবাহিনী নাবিক ভর্তির নামে প্রতারণার অভিযোগে দুই সদস্যকে আটক করেছে। বুধবার (১৫ অক্টোবর) রাতে খুলনা মহানগরীর সদর থানাধীন খুলনা হোটেল, হোটেল ধানসিঁড়ি ও হোটেল সোসাইটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন আশিকুর রহমান ও মো. বশির উদ্দিন। অভিযানে নৌবাহিনীর সদস্যরা হোটেল সোসাইটি’র ২০ নম্বর কক্ষ থেকে ভুয়া প্রশ্নপত্র, উত্তরপত্র, স্বাক্ষরিত ব্ল্যাংক চেকসহ বিভিন্ন নথিপত্র জব্দ করেন। কক্ষটি প্রতারকচক্র ‘অফিস কক্ষ’ হিসেবে ব্যবহার করত বলে জানা গেছে।

অভিযান চলাকালে প্রতারণার শিকার ১৬ জন চাকরিপ্রার্থীকে উদ্ধার করা হয়। ভুক্তভোগীরা জানান, চক্রের সদস্যরা চাকরির প্রলোভন দেখিয়ে ১০ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে। তারা ভর্তি সংক্রান্ত ভুয়া প্রশ্নপত্র ও উত্তর সরবরাহের কথাও স্বীকার করেছে।

আটক দুইজনকে পরবর্তীতে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাবিক নিয়োগ একটি সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়া। কোনো আর্থিক লেনদেনের মাধ্যমে নৌবাহিনীতে চাকরি পাওয়া সম্ভব নয়। ভর্তি কার্যক্রম চলাকালে প্রতারকচক্র অবৈধভাবে অর্থের বিনিময়ে চাকরির প্রলোভন দেখায়, তবে নৌবাহিনীর তৎপরতা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে এসব অপচেষ্টা অধিকাংশ ক্ষেত্রেই রোধ করা যাচ্ছে।

নৌবাহিনী সবাইকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

/শেখ শাহরিয়ার,খুলনা

শেয়ার করুন