
ইসরায়েলের হামলায় ইয়েমেনভিত্তিক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতির সামরিক প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আল-ঘামারি নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইরান সমর্থিত এই গোষ্ঠী ঘামারির নিহতের খবর নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
হুতিদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে সম্মানজনক লড়াইয়ের সময় প্রাণ হারিয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আল-ঘামারি।
হুতি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে তাদের সংঘাত শেষ হয়নি। ইসরায়েল তার অপরাধের যথাযথ প্রতিশোধমূলক শাস্তি পাবে।
গাজায় ইসরায়েলি যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে একেবারে যুদ্ধের শুরু থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী। জবাবে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন এলাকায় প্রায়ই বিমান হামলা চালায় ইসরায়েল।