
লন্ডনে চিকিৎসার জন্য খালেদা জিয়ার ভ্রমণ পরিকল্পনা
দীর্ঘ ছয় বছর পর চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ ও কিডনিসহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছেন।
যাত্রার পরিকল্পনা
আজ, ৭ জানুয়ারি, রাত ১০টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রওনা করবেন। কাতারের আমিরের পক্ষ থেকে অত্যাধুনিক আইসিইউ সুবিধাসম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্সটি ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে। এ এয়ার অ্যাম্বুলেন্সটি প্রথমে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিরতি নেবে এবং সেখান থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করবে।
লন্ডনে পৌঁছানো ও চিকিৎসা
বাংলাদেশ সময় ৮ জানুয়ারি সকাল ১০টায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করবে। সেখানে খালেদা জিয়াকে ভিআইপি প্রটোকল দেওয়া হবে এবং সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হবে। ঐতিহ্যবাহী এই হাসপাতালটি এনএইচএস-এর অধীন।
সফরসঙ্গীরা
খালেদা জিয়ার সঙ্গে যাচ্ছেন:
ডা. এ জেড এম জাহিদ হোসেন
ডা. মো. সাহাবুদ্দিন তালুকদার
ডা. নুর উদ্দিন আহমদ
ডা. মোহাম্মদ আল মামুন
প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান
উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী
নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল
একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার
ব্যক্তিগত সহকারী মো. মাসুদুর রহমান
প্রটোকল অফিসার এসএম পারভেজ
গৃহকর্মী ফাতিমা বেগম ও রূপা শিকদার
আগের বিদেশ সফর
এর আগে ২০১৭ সালের জুলাই মাসে তিনি সর্বশেষ বিদেশ সফর করেছিলেন। এবার লন্ডনে উন্নত চিকিৎসার জন্য তার দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে।