
দক্ষিণ এশিয়া থেকে শুরু করে পূর্ব এশিয়া, ইউরোপ এমনকি আমেরিকা— বিশ্বজুড়ে এখন এক অদ্ভুত রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। শাসকগোষ্ঠীর দুর্নীতি, স্বজনপ্রীতি, অর্থনৈতিক বৈষম্য, চাকরির অভাব এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ‘জেন জি’ প্রজন্মের তরুণরা দলে দলে রাজপথে নেমে পড়ছে। তাদের আন্দোলনের জোয়ারে ইতোমধ্যেই কয়েকটি সরকার পতন ঘটেছে, আশঙ্কার মধ্যে রয়েছে আরও অনেক দেশ।
এই ধারাবাহিক আন্দোলনের সূচনা হয়েছিল শ্রীলঙ্কা থেকে। ২০২২ সালে দেশটিতে জ্বালানি, খাদ্য ও ওষুধ সংকট ভয়াবহ আকার ধারণ করে। দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠেন সাধারণ মানুষ। তরুণদের নেতৃত্বে লাখো মানুষ প্রেসিডেন্ট ভবন ঘেরাও করে। টিকতে না পেরে পালিয়ে যান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসা। এটি দক্ষিণ এশিয়ায় সরকার পতনের এক যুগান্তকারী সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।
২০২৪ সালে বাংলাদেশও রাজনৈতিক অস্থিরতায় জড়িয়ে পড়ে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন দ্রুত রূপ নেয় ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভে। দুর্নীতি, মুদ্রাস্ফীতি ও দমননীতির বিরুদ্ধে জেন-জি প্রজন্ম সবচেয়ে বেশি সরব হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।