১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

শেয়ার করুন

বেতন বৃদ্ধিসহ একাধিক দাবিতে শ্রমিকদের কর্মবিরতির কারণে রাজশাহী থেকে দূরপাল্লার অধিকাংশ যাত্রীবাহী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। সোমবার ,২২ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, হানিফ কেটিসি, গ্রামীণ ট্রাভেলস ও শ্যামলী ট্রাভেলসের বাস বন্ধ রয়েছে। হঠাৎ বাস বন্ধে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

৬ সেপ্টেম্বর রাত ১০টা থেকে একই দাবিতে বাস চলাচল বন্ধ হয়েছিল। তবে দ্রুত দাবি বাস্তবায়নের আশ্বাসে ৯ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে কর্মবিরতি স্থগিত বাস শ্রমিকরা। কিন্তু দাবি আদায় না হওয়ায় আবারও কর্মবিরতি শুরু করেছে অধিকাংশ বাস শ্রমিক। তবে এই আন্দোলনের বাইরে আছে একতা পরিবহন ও কিছু লোকাল বাস। তাই একতা পরিবহন ও ট্রেনে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

নগরীর শিরোইল বাস টার্মিনালে ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, হানিফ কেটিসি, গ্রামীণ ট্রাভেলস ও শ্যামলী ট্রাভেলসের কাউন্টারের শাটার বন্ধ রয়েছে। পাশাপাশি ফটকের সামনে বাস শ্রমিকদের কর্মবিরতির ব্যানার টানানো রয়েছে। শ্রমিকরা মাঝে মাঝে বিক্ষোভ করছেন। ফলে এ পরিবহনগুলোর টিকিট বিক্রি করা হচ্ছে। এতে সাধারণ যাত্রীরা কাউন্টারে এসে টিকিট না পেয়ে বিকল্প পরিবহনের চেষ্টা করছেন। তবে অতিরিক্ত চাপের কারণে অধিকাংশ যাত্রী টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন।

রাজশাহী থেকে ঢাকা যাওয়ার জন্য বাস কাউন্টারে এসেছিলেন যাত্রী রহিদুর রহমান। তিনি বলেন, ‘দুপুর ১২টায় বাস ছাড়ার কথা ছিল, কিন্তু এসে শুনি বাস বন্ধ। অল্প সময়ে ট্রেনের টিকিটও কাটা যাচ্ছে না। যে কয়টা বাস চলছে, সেগুলোর টিকিটও মিলছে না। আমরা চরম ভোগান্তিতে পড়েছি। ঢাকা যাওয়া খুব জরুরি ছিল। তবুও উপায় না থাকায় ফিরে যেতে হচ্ছে।’

শেয়ার করুন