১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

একদিন ‘ম্যানেজ’ করলে ঈদের ছুটি ৯ দিন

শেয়ার করুন

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা এবার টানা ৬ দিন ছুটি পাবেন। তবে কেউ যদি একদিন অতিরিক্ত ছুটি নিতে পারেন, তাহলে তিনি মোট ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৩১ মার্চ (সোমবার) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এ অনুযায়ী সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।

সরকারি ছুটির বিবরণ:

২৯ ও ৩০ মার্চ (শনিবার ও রোববার): ঈদের আগের নির্বাহী আদেশে ছুটি

৩১ মার্চ (সোমবার): ঈদুল ফিতরের মূল ছুটি

১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার): ঈদের পরের নির্বাহী আদেশে ছুটি

২৮ মার্চ (শুক্রবার): সাপ্তাহিক ছুটি

এ হিসাবে সরকারি চাকরিজীবীরা ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত টানা ৬ দিন ছুটি পাবেন।

অতিরিক্ত ৩ দিনের ছুটির সুযোগ:

যদি কোনো সরকারি চাকরিজীবী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটি ম্যানেজ করতে পারেন, তাহলে তার সঙ্গে ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যোগ হবে। ফলে তিনি ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত মোট ৯ দিনের টানা ছুটি ভোগ করতে পারবেন।

এতে করে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ বিশ্রামের সুযোগ তৈরি হয়েছে, যা পরিবার-পরিজনের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর জন্য বিশেষভাবে উপকারী হবে।

 

শেয়ার করুন