১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

৪০ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

শেয়ার করুন

দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বিভিন্ন ছুটি মিলিয়ে টানা ৪০ দিনের ছুটিতে যাচ্ছে। এছাড়া আগামী ১০ এপ্রিল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ায় যেসব প্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে, সেগুলোতে ছুটি হবে ২ মাস ১০ দিন।

৪০ দিনের ছুটি শুরু ২ মার্চ থেকে

শিক্ষাপঞ্জি অনুযায়ী, পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি ২ মার্চ শুরু হয়ে চলবে ৮ এপ্রিল পর্যন্ত। তবে শুক্র ও শনিবারের ছুটির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বশেষ ক্লাস হবে ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। ফলে কার্যত ২৮ ফেব্রুয়ারি থেকে ছুটি শুরু হয়ে চলবে ৮ এপ্রিল পর্যন্ত, মোট ৪০ দিন।

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে এই ছুটির নোটিশ টানিয়েছে। সরকারি-বেসরকারি সব স্কুল-কলেজে এই ছুটি কার্যকর হবে।

এসএসসি কেন্দ্রগুলোতে ছুটি ২ মাস ১০ দিন

১০ এপ্রিল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে, সেগুলোতে ২ মাস ১০ দিনের টানা ছুটি থাকবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির জানিয়েছেন, পরীক্ষা চলাকালীন সময় বাদে স্কুল-কলেজগুলো চাইলে নিজস্ব ব্যবস্থাপনায় ক্লাস নিতে পারবে।

ছুটিতে পড়াশোনা চালিয়ে যাওয়ার নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এমান হোসাইন বলেন, শিক্ষাপঞ্জি অনুযায়ী ছুটি শুরু হলেও সরকারিভাবে কোনো পরিবর্তন হলে তা অনুসরণ করা হবে। ছুটির সময় শিক্ষার্থীদের জন্য হোমওয়ার্ক দেওয়া হবে এবং শিক্ষকরা সেটার খোঁজ রাখবেন।

২০ রমজান পর্যন্ত ক্লাস চালুর দাবি

অভিভাবক ঐক্য ফোরাম রমজানের পবিত্রতা বজায় রেখে ২০ রমজান পর্যন্ত শ্রেণি কার্যক্রম চালু রাখার দাবি জানিয়েছে। সংগঠনের সভাপতি জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক সেলিম মিয়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছেন।

তাদের দাবি, সব শিক্ষার্থীর হাতে এখনও বই পৌঁছায়নি, ফলে সঠিকভাবে পড়াশোনা হয়নি। এরপর দীর্ঘ ছুটির কারণে শিক্ষার ক্ষতি হতে পারে। তাই অনলাইন ক্লাসের মাধ্যমে হলেও শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যে রাখা উচিত।

 

শেয়ার করুন