১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলায় রায় আজ

শেয়ার করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য আজ, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, দিন ধার্য করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করবেন।

এর আগে, ১৩ ফেব্রুয়ারি আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের তারিখ নির্ধারণ করেন। মামলায় ৬৮ জন সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে উপস্থিত থাকতে পারেননি; তার পক্ষে আইনজীবী আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সালে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে এই মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১৩,৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতি সাধন করা হয়েছে। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন প্রমুখ। তবে এ কে এম মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ এবং বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান মৃত্যুবরণ করায় তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজকের রায়ে মামলার নিষ্পত্তি হবে এবং আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন