
মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম নৃগোষ্ঠী রোহিঙ্গাদের হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দেশটির সাবেক ও বর্তমান শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আর্জেন্টিনার একটি আদালত।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর পরিচালিত নৃশংস অভিযানের ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক একটি রোহিঙ্গা অ্যাডভোকেসি সংস্থা আর্জেন্টিনার আদালতে মামলা দায়ের করেছিল। ‘সর্বজনীন বিচারব্যবস্থা’ নীতির আওতায় এই মামলা করা হয়। শনিবার মামলার শুনানি শেষে আদালত এ রায় দেন।
‘সর্বজনীন বিচারব্যবস্থা’ এমন একটি আদর্শ যেখানে কোনো দেশে সংঘটিত গণহত্যা বা যুদ্ধাপরাধের মতো গুরুতর মানবতাবিরোধী অপরাধের বিচার বিশ্বের যেকোনো আদালতে হতে পারে।
আদালতের জারি করা পরোয়ানার আওতায় রয়েছেন মিয়ানমারের বর্তমান সামরিক শাসক ও জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং, সাবেক প্রেসিডেন্ট হিতিন কিয়াও এবং শান্তিতে নোবেলজয়ী গণতন্ত্রপন্থি নেত্রী ও মিয়ানমারের সাবেক স্টেট কাউন্সিলর অং সান সু চি, যিনি ২০১৬ সাল থেকে ২০২১ সালের সামরিক অভ্যুত্থান পর্যন্ত দেশটির সরকারপ্রধান ছিলেন।