১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

শেয়ার করুন

সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ছেইন অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও ছুটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছেন। এর ফলে ওই সড়ক দিয়ে চলাচলরত কয়েক শতাধিক যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার জিরাবো-বিশমাইল আঞ্চলিক সড়ক অবরোধ করেন ওই কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা। শ্রমিকরা জানান, প্রতি মাসে তাদের বেতন ৬ থেকে ১০ তারিখের মধ্যে পরিশোধ করা হয়, কিন্তু জানুয়ারি মাসের বেতন আজ ১৫ ফেব্রুয়ারি পর্যন্তও পরিশোধ করা হয়নি। একই সঙ্গে তারা দাবি করেন, আজ সকালে এসে জানতে পারেন যে, কারখানা কর্তৃপক্ষ ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছেন।

শ্রমিকরা অবিলম্বে কারখানা খুলে দেওয়া এবং বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছেন।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ভূঁইয়া জানান, শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে, কিন্তু মালিক বিদেশে থাকায় সমাধান সম্ভব হয়নি।

 

শেয়ার করুন