১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ডিপিএলে ক্লাবের মালিকানায় তামিম ও মিজান

শেয়ার করুন

তামিম-মিজান জুটি এবার ডিপিএলে গুলশান ক্রিকেট ক্লাবের দায়িত্বে

বিপিএলের শেষ দুই আসরে পরপর শিরোপা জিতেছে ফরচুন বরিশাল, আর দলটির অধিনায়ক হিসেবে দুইবারই নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। দীর্ঘদিন শিরোপার অপেক্ষায় থাকা বরিশালকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে তামিমের ভূমিকা ছিল অগ্রগণ্য।

তামিমের সঙ্গে বরিশালের মালিক মিজানুর রহমানের দারুণ বোঝাপড়াও আলোচনায় এসেছে বারবার। মাঠে ও মাঠের বাইরে এই দুইজন একে অপরের প্রশংসা করতে কখনো কার্পণ্য করেননি। এবার বিপিএলের গণ্ডি ছাড়িয়ে ডিপিএলেও (ঢাকা প্রিমিয়ার লিগ) একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা।

গুলশান ক্রিকেট ক্লাবের দায়িত্ব নিলেন তামিম-মিজান
আসন্ন ডিপিএলে গুলশান ক্রিকেট ক্লাবের অর্থায়নের দায়িত্ব নিয়েছেন তামিম ইকবাল ও মিজানুর রহমান। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মিজান। তিনি জানান, তারা দুজন মিলে ক্লাবটির দায়িত্ব গ্রহণ করেছেন।

তবে ক্লাব থেকে কাউন্সিলরশিপ কে নেবেন—তামিম নাকি মিজান? এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মিজানুর রহমান। আলোচনা সাপেক্ষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

শেয়ার করুন