১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

মেট্রোরেলে ৪ লাখের বেশি যাত্রী পরিবহনের রেকর্ড

শেয়ার করুন

দেশের প্রথম বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল একদিনে ৪ লাখের বেশি যাত্রী পরিবহনের রেকর্ড করেছে। বর্তমানে এমআরটি লাইন-৬ উত্তরা থেকে মতিঝিল রুটে উভয় পথে যাত্রী পরিবহন করছে।

এর আগে, একদিনে সর্বোচ্চ সাড়ে ৩ লাখের বেশি যাত্রী পরিবহনের রেকর্ড গড়েছিল মেট্রোরেল।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মেট্রোরেল প্রথমবারের মতো ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী পরিবহন করেছে। এই মাইলফলক অর্জনের জন্য মেট্রোরেল সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, এ অর্জনে সার্বিক নির্দেশনা ও পরামর্শ প্রদানের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সিনিয়র সচিব মো. এহছানুল হককের প্রতি কৃতজ্ঞতা জানানো হচ্ছে। মেট্রোরেল যাত্রীদের উন্নত সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামীতেও যাত্রীদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

এর আগে, গত ৪ ফেব্রুয়ারি উত্তরার মেট্রোরেল ডিপোতে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানান, ৩ ফেব্রুয়ারি মেট্রোরেলে সর্বোচ্চ ৩ লাখ ৮২ হাজার যাত্রী ভ্রমণ করেছে।

তিনি আরও বলেন, মেট্রোরেলের শুরুর দিকে যাত্রীসংখ্যা ১৫-২০ হাজার ছিল, যা এখন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিদিন সাড়ে ৫ লাখ যাত্রী পরিবহন করা, যা ব্রেক-ইভেন পয়েন্টে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ। হেডওয়ে (ট্রেনের সময়ের ব্যবধান) কমালে এবং টঙ্গী পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারিত হলে যাত্রীসংখ্যা আরও বাড়বে।

এদিকে, ২০২৮ সালের মধ্যে বিমানবন্দর-কমলাপুর পাতাল রেল চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

শেয়ার করুন