১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

থার্টি ফার্স্টে আতশবাজি-পটকা ফোটালেই জেল-জরিমানা

শেয়ার করুন

ইংরেজি নববর্ষ উদযাপনে আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস উড়ানো বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ মন্ত্রণালয়।

সোমবার (৩০ ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আতশবাজি ও পটকা ফোটানোর ফলে সৃষ্টি হওয়া শব্দদূষণ ও বায়ুদূষণ জনস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। অতিরিক্ত শব্দদূষণের কারণে হৃদরোগ, স্ট্রোক এবং মানসিক চাপের ঝুঁকি বাড়ে। অন্যদিকে, ফানুস উড়ানোর ফলে অগ্নিকাণ্ডের ঝুঁকি বৃদ্ধি পায় এবং জীববৈচিত্র্যের ক্ষতি হয়।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী এসব কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। প্রথমবার আইন লঙ্ঘনের ক্ষেত্রে ১ মাসের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। পুনরায় অপরাধ করলে ৬ মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

ইংরেজি নববর্ষ উদযাপনে আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস উড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে ঢাকার বিভিন্ন ক্লাব ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে পত্র প্রেরণ করা হয়েছে। জনস্বার্থ রক্ষার্থে ক্ষতিকর এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

শেয়ার করুন