
পাঁচ মাস ধরে বেতন না পাওয়ায় মালয়েশিয়ার কাউয়াগুচি ম্যানুফেকচারিং এসডিএন বিএইচডি-তে কর্মরত ৩০০-এর বেশি বাংলাদেশি শ্রমিক আন্দোলনে নামতে বাধ্য হন। বেতন দিতে ব্যর্থ হয়ে কোম্পানিটি তাদের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়। তবে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের সক্রিয় মধ্যস্থতায় সমস্যার সমাধান হয়। কর্মীদের নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় এবং তাদের কাজের পুনর্বিন্যাস করা হয়।
বাংলাদেশ হাইকমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী:
১৮ ডিসেম্বর ডিপার্টমেন্ট অব লেবার (JTK) কোর্টের নির্দেশনা অনুযায়ী, ১৬০ কর্মীকে নতুন সাতটি কোম্পানিতে স্থানান্তর করা হয়েছে। বাকি কর্মীদের স্থানান্তর প্রক্রিয়া চলমান।
স্থানান্তরিত কর্মীদের নতুন নিয়োগকর্তা:
KYB-UMW MALAYSIA SDN BHD: ১০ জন
SYARIKAT PERNIAGAAN KEMAJUAN INT.SDN BHD: ৪৫ জন
WIN WIN FOOD INDUSTRIES SDN BHD: ২০ জন
ECO-SHOP MARKETING SB: ৪১ জন
CEVA LOGISTICS SDN BHD: ১৭ জন
DESARU DAMAI BEACH RESORT SDB BHD: ১০ জন
Boh Tea, Cameron Highland: ১৭ জন
হাইকমিশনের উদ্যোগ:
বাংলাদেশ হাইকমিশন বিষয়টি গুরুত্ব সহকারে তদারকি করে। কর্মীদের বকেয়া বেতন ও পুনর্বাসনের জন্য ডিপার্টমেন্ট অব লেবারের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে কার্যক্রম পরিচালনা করে।
আন্দোলনের পটভূমি:
১৩ ডিসেম্বর রাতে বকেয়া বেতনের দাবিতে কর্মীরা কর্মবিরতি ও কোম্পানির অফিস ঘেরাও করেন। হাইকমিশনের প্রতিনিধি দল, পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে ১৪ ডিসেম্বর এবং ১৮ ডিসেম্বর একাধিক আলোচনা ও শুনানির মাধ্যমে সমস্যার সমাধান করা হয়।
এই উদ্যোগের ফলে সমস্যাগ্রস্ত কর্মীরা নতুন কর্মসংস্থান পেয়ে আর্থিক নিরাপত্তা ফিরে পেয়েছেন।