
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ ও ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচন আয়োজনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১২টা থেকে প্রশাসনিক ভবনের দক্ষিণ ফটকে ঘণ্টাব্যাপী এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা জানান, ব্রাকসু আইন পাসের পর ২২ দিন অতিক্রম হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়নি। এতে নির্বাচন প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে তারা মনে করেন। অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা “ব্রাকসু নিয়ে তালবাহানা চলবে না”, “২৪ ঘণ্টায় রোডম্যাপ দিতে হবে”, “ডিসেম্বরে নির্বাচন চাই” নানা স্লোগানে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। তাদের এ দাবিতে সমর্থন জানাতে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. মেহেদি হাসান বলেন, প্রশাসন ব্রাকসু আইন পাসের পর শিক্ষার্থীদের আশ্বস্ত করেছিল যে এক সপ্তাহের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে এবং দ্রুতই নির্বাচন আয়োজনে পদক্ষেপ নিবে। কিন্তু বাস্তবে ২২ দিন পার হয়ে গেলেও কোনো রোডম্যাপ প্রকাশ করা হয়নি। সামনে শীতকালীন ছুটি শুরু হলে অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে বাসায় চলে যাবেন। এতে ভোটার উপস্থিতি কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে বলে উল্লেখ করেন তিনি।
মেহেদি আরও জানান, আমরা আর কোনো অজুহাত শুনতে চাই না। আজকের মধ্যেই রোডম্যাপ ঘোষণা করতে হবে। ব্রাকসু নির্বাচন আমাদের অধিকার, শিক্ষার্থীদের অধিকার। প্রশাসনকে অবশ্যই এ বিষয়ে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. আশিকুর রহমান অভিযোগ করে বলেন, ব্রাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট একটি গড়িমসি লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীরা নির্বাচন আয়োজনের দাবিতে আন্দোলন চালিয়ে আসলেও প্রশাসন এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট পরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেনি।
আশিকুর আরও বলেন, ব্রাকসু আইন ইতোমধ্যে পাস হয়েছে এটাই ছিল নির্বাচন আয়োজনের প্রধান শর্ত। কিন্তু আইন পাসের পরও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। ফলে শিক্ষার্থীদের মাঝে স্বাভাবিকভাবেই সন্দেহ তৈরি হয় আসলেই নির্বাচন অনুষ্ঠিত হবে কি না। এ নিয়ে কোনো ধরনের তালবাহানা বা গড়িমসি আমরা মেনে নেব না। প্রশাসনকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে, নাহলে আমরা শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তাসলিমা শেখ মিম বলেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগের পর থেকে বেরোবির শিক্ষার্থীরা নিজেদের অধিকারের বিষয়ে আরও বেশি সচেতন হয়েছে এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠার বিষয়ে নতুন করে দৃঢ় অবস্থান নিয়েছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণে প্রশাসনের এখনই কার্যকর উদ্যোগ নেওয়া উচিত।
তাসলিমা আরও বলেন, ব্রাকসু আমাদের অধিকার। আমরা চাই আজকের মধ্যেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হোক এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচন আয়োজন করা হোক। শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করার কোনো সুযোগ নেই।
ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন এবং সেখানে নিজেদের দাবির পক্ষে জোরালো স্লোগান দিতে থাকেন। তারা জানান, ব্রাকসু নির্বাচন নিয়ে দীর্ঘসূত্রতা আর সহ্য করা হবে না। প্রশাসন যদি দ্রুত ও স্পষ্ট পদক্ষেপ না নেয় তবে শিক্ষার্থীরা বাধ্য হয়ে আরও কঠোর ও বেগবান আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।
সিএনআই/২৫