
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া ধানমন্ডিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় ঘোষণার দিন পুলিশের সঙ্গে তর্কে জড়ালে তার সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকে তাকে সমালোচনা করছেন। তবে এবার রাফিয়ার পক্ষে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও আলোচিত শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে মোনামি লিখেন, রাফিয়াকে উদ্দেশ্য করে যেভাবে হামলে পড়া হচ্ছে, তার অন্যতম কারণ হলো—সে দৃশ্যমানভাবে নিজের বিশ্বাস ও ধর্মীয় পরিচয় ধরে রাখে নির্ভয়ে। তার মতে, একই পরিস্থিতিতে কোনো নন-হিজাবি মেয়ের প্রতিবাদ দেখা গেলে ‘সুশীল সমাজ’ তা সাহসী অবস্থান হিসেবে প্রশংসা করত।
মোনামি আরও বলেন, উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশের আচরণ ছিল অগ্রহণযোগ্য, অসম্মানজনক এবং নির্যাতনমূলক। কিন্তু রাফিয়া সেই অপমানের মুহূর্তে যেভাবে সাহসী ও দৃঢ় ভাষায় জবাব দিয়েছেন— সেটিকে নারীর ক্ষমতায়ন হিসেবে দেখা হয়নি। কারণ, তার ফেমিনিস্ট অবস্থান দেশের প্রচলিত সংকীর্ণ ও চয়েস-ভিত্তিক নারীবাদের সাথে মেলে না।
সিএনআই/২৫