১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম ঘোষণা, ভরিতে বেড়েছে মূল্য

শেয়ার করুন

দেশের অভ্যন্তরীণ বাজারে পিওর বা তেজাবি স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও স্থানীয় চাহিদা বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে। এই নতুন দামে শনিবার (১৫ নভেম্বর) থেকে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুসের সর্বশেষ ঘোষণায় বলা হয়েছে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) স্বর্ণের দাম ভরিপ্রতি ৫ হাজার ২৪৮ টাকা বাড়ানো হয়েছে। নতুন সমন্বয়ের ফলে ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকায়।

নতুন তালিকায় বিভিন্ন ক্যারেটের স্বর্ণের দাম হলো—

  • ২২ ক্যারেট: ২,১৩,৭১৯ টাকা

  • ২১ ক্যারেট: ২,০৪,০০৩ টাকা

  • ১৮ ক্যারেট: ১,৭৪,৮৫৫ টাকা

  • সনাতন পদ্ধতির স্বর্ণ: ১,৪৫,৫২০ টাকা

বাজুস জানায়, ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ হবে। তবে গহনার ডিজাইনভেদে মজুরি বাড়তে–কমতে পারে।

এর আগে, ১১ নভেম্বরও স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা। পাশাপাশি ২১, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণেও ছিল দামবৃদ্ধির প্রভাব।

স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজার অপরিবর্তিত রাখা হয়েছে। দেশে বর্তমানে—

  • ২২ ক্যারেট রুপা: ভরিপ্রতি ৪,২৪৬ টাকা

  • ২১ ক্যারেট: ৪,০৪৭ টাকা

  • ১৮ ক্যারেট: ৩,৪৭৬ টাকা

  • সনাতন পদ্ধতি: ২,৬০১ টাকা—বিক্রি হচ্ছে।

চলমান মূল্যবৃদ্ধির কারণে স্বর্ণ বাজারে ক্রেতাসাধারণের ওপর চাপ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিএনআই/২৫

শেয়ার করুন