
শীতের শুরু হলেও কমছে না ডেঙ্গুর প্রকোপ। বর্ষা-পরবর্তী সময়ে সাধারণত এডিস মশা কমে গেলেও গত বছরের মতো এবারও নভেম্বর মাসেই সংক্রমণ বাড়ছে। চলতি নভেম্বরের প্রথম দুই সপ্তাহে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজারের বেশি রোগী। মারা গেছেন ৪৮ জন। এ ধারাবাহিকতায় পুরো মাসে রোগী সংখ্যা ৩০ হাজার ছাড়াতে পারে এবং মৃত্যুও শতাধিক হতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।
ডেঙ্গু বাড়ার কারণ
জনস্বাস্থ্যবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এডিস মশার প্রজনন সময় বেড়েছে। পাশাপাশি মশকনিধন কর্মসূচির দুর্বলতা, আগাম প্রস্তুতির অভাব এবং মানুষের অসচেতনতার কারণে ডেঙ্গু এখন আর মৌসুমি সীমায় নেই; সারা বছরই ছড়িয়ে পড়ছে।
গত তিন মাসের ডেঙ্গুর পরিসংখ্যান
-
আগস্ট: ভর্তি ১০,৪৯৬ জন, মৃত্যু ৩৯
-
সেপ্টেম্বর: ভর্তি ১৫,৮৬৬ জন, মৃত্যু ৭৬
-
অক্টোবর: ভর্তি ২২,৫২০ জন, মৃত্যু ৮০
-
নভেম্বর (১৫ দিন): ভর্তি ১৩,২০৪ জন, মৃত্যু ৪৮
বিশেষজ্ঞ মত
আইইডিসিআরের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, “ডেঙ্গুকে মৌসুমি রোগ মনে করলে চলবে না। এডিস মশা নির্মূল ছাড়া প্রকোপ কমানো সম্ভব নয়। শুধু কীটনাশক নয়, প্রয়োজন সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ।”
সর্বশেষ পরিস্থিতি
শুক্রবারের স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ না মারা গেলেও ৪৬০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩,০৬৬ জনে এবং মৃত্যু ৩২৬ জনে।
সিএনআই/২৫