
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে থেমে থাকা একটি ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সময় দুই ব্যক্তি বগিতে আগুন দিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।
আটকরা হলেন মোরশেদ (৪০) ও জাকির (২৫)।
ওসি বলেন, ট্রেনটি ৪ নম্বর ট্র্যাকে দাঁড়িয়ে ছিল। কী কারণে বা উদ্দেশ্যে আগুন দেওয়া হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, ঘটনাস্থল রেলওয়ে থানার আওতাধীন হলেও স্থানীয় থানা পুলিশও ঘটনাস্থলে গিয়ে সহায়তা করছে।
এ ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সিএনআই/২৫