
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মনোনয়নপ্রত্যাশীদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়। ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হওয়ার পর প্রতিদিনই দলীয় কার্যালয়ে প্রার্থীদের আনাগোনা বেড়েছে।
এরই মধ্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮ আসনে নির্বাচন করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় তিনি রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফরম নেন।
ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড এবং বিমানবন্দর এলাকা (বৃহত্তর উত্তরা অঞ্চলের ছয়টি থানা) নিয়ে গঠিত।
এ আসনে এখন পর্যন্ত বিএনপি প্রার্থী ঘোষণা করেনি। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে অধ্যক্ষ আশরাফুল হক নির্বাচনে অংশ নিচ্ছেন।
এর আগে সোমবার (১১ নভেম্বর) এনসিপি থেকে ঢাকা-৯ আসনের মনোনয়ন ফরম নিয়েছিলেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।
দলটির অন্যান্য শীর্ষ নেতারাও বিভিন্ন আসনে প্রার্থী হতে মনোনয়ন নিয়েছেন। এর মধ্যে যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ (হাতিয়া), দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ (দেবীদ্বার), উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা-১৪, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার নরসিংদী-২, যুগ্ম সদস্যসচিব সাইফ মোস্তাফিজ সিরাজগঞ্জ-৬ এবং জয়নাল আবেদীন শিশির কুমিল্লা-১০ আসন থেকে প্রার্থী হচ্ছেন।
সিএনআই/২৫