
দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার ও বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় ভারতের ডেপুটি হাইকমিশনার পবন ভাদেকে তলব করেছে বাংলাদেশ।
বুধবার (১২ নভেম্বর) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের সময় দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ভারতের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
কূটনৈতিক সূত্রে জানা যায়, বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়—
একজন পলাতক আসামিকে আশ্রয় দিয়ে তাকে বাংলাদেশবিরোধী বক্তব্য ও উসকানিমূলক প্রচারে সুযোগ দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর।
বাংলাদেশ আরও অনুরোধ জানায়, ভারত যেন অবিলম্বে শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলার সুযোগ বন্ধ করে।
সিএনআই/২৫