
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) — নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেছে, দল তাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছে; এতে আড়াইহাজারের জনগণের লাভ হয়েছে। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আড়াইহাজারে ‘ধানের শীষ’ প্রতীকটি রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে আড়াইহাজার উপজেলার মঞ্জুরুল ইসলাম স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কেউ ষড়যন্ত্র করে যদি অন্য কোনো স্বপ্ন দেখে, তা সফল হবে না — সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে বলেও তিনি দাবি করেন।
আজাদ বলেন, ১৯৭১ সালে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং স্বাধীনতার সময় থেকে তিনি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াই করেছেন। তেমনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বাংলাদেশের শান্তিকামী মানুষের জন্য সংগ্রাম করে যাচ্ছেন। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দলকে কাজ করে যেতে হবে — যোগ করেন তিনি।
একই সমাবেশে আড়াইহাজার উপজেলাকে ‘ডাকাতমুক্ত’ করার প্রতিশ্রুতি দিয়ে নজরুল আজাদ বলেন, উপজেলার কিছু গ্রামে এখনও কিছু অপরাধী সক্রিয় রয়েছে; সরকার গঠনের পর এসব গ্রামের ডাকাতদের পুনর্বাসন করে গণপণ্য ও শান্তির পরিবেশ গড়ে তোলা হবে।
সিএনআই/২৫