১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫

শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল থেকে সংঘর্ষ শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলে। রাতের অন্ধকারে ধানক্ষেতে টর্চলাইট জ্বালিয়ে উভয়পক্ষ টেঁটা, বল্লম ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

স্থানীয়রা জানান, বিকেলে ফকিরহাটি গ্রামের একটি মাঠে দক্ষিণ আরিফাইল ও ফকিরহাটি গ্রামের শিশু-কিশোররা ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে ফকিরহাটির এক কিশোর দক্ষিণ আরিফাইল গ্রামের তারা মিয়ার ছেলে মামুনকে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষ জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকায় শান্তি বিরাজ করছে।”

সিএনআই/২৫

শেয়ার করুন