১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ পড়বে মহাবিপর্যয়ে: বিএনপি

শেয়ার করুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সারা দেশে শোভাযাত্রা, আলোচনা সভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বিএনপি। এসব কর্মসূচিতে দলীয় নেতারা বলেছেন, ৭ নভেম্বর জাতির সংকটময় মুহূর্তে সিপাহি-জনতার ঐক্য যেমন মুক্তির পথ দেখিয়েছিল, আজও সেই ঐক্যের প্রয়োজন রয়েছে।

বিএনপি নেতারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইতিহাস সৃষ্টি করেছিল। ওই বিপ্লবের মধ্য দিয়ে বন্দিদশা থেকে মুক্ত হয়ে জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন এবং দেশকে বহুদলীয় গণতন্ত্রের পথে ফিরিয়ে আনেন।

তারা আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ, পঁচাত্তরের বিপ্লব ও সাম্প্রতিক গণআন্দোলন একই ধারার অংশ। জনগণের অধিকার রক্ষায় একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই। নেতাদের দাবি, আগামী ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন না হয়, দেশ ভয়াবহ রাজনৈতিক ও সামাজিক বিপর্যয়ের মুখে পড়বে।

ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতেই মুক্তিযুদ্ধবিরোধী শক্তি সক্রিয়। সরকার এর দায় এড়াতে পারবে না।” তিনি অভিযোগ করেন, বিএনপির জনসমর্থনে ভীত হয়ে সরকার নৈরাজ্যের মাধ্যমে ভোটাধিকার কেড়ে নিতে চাইছে।

রাজশাহীতে সকালে মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। সেখানে উপস্থিত ছিলেন মহানগর সভাপতি মামুনুর রশিদ মামুন, সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

খুলনায় বিএনপির দুই পক্ষ পৃথকভাবে সভা ও র‍্যালির আয়োজন করে। কেডিএ এভিনিউয়ে অনুষ্ঠিত এক সভায় সাবেক মেয়র মনিরুজ্জামান মনি সভাপতিত্ব করেন, অপরদিকে শিববাড়ী মোড়ে আরেকটি সমাবেশে সভাপতিত্ব করেন এস এম শফিকুল আলম মনা। দুই পক্ষই সরকারবিরোধী আন্দোলন জোরদারের আহ্বান জানায়।

বরিশাল নগরীর সদর রোডে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রার্থী মজিবর রহমান সরোয়ার। তিনি বলেন, “দেশ আজ একদলীয় শাসনের অধীনে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে জাতীয় ঐক্য জরুরি।”

নারায়ণগঞ্জের সোনারগাঁ, ময়মনসিংহের গৌরীপুর, শরীয়তপুরের ডামুড্যা, মুন্সীগঞ্জের সিরাজদীখানসহ দেশের বিভিন্ন জেলায় বিএনপি ও অঙ্গসংগঠনগুলো শোভাযাত্রা ও সভার আয়োজন করে। এসব কর্মসূচিতে বক্তারা বলেন, জিয়াউর রহমানের হাত ধরে যে গণতন্ত্রের সূচনা হয়েছিল, তা আজ পুনরুদ্ধারের লড়াই চলছে।

যুবদলের কেন্দ্রীয় নেতা মশিউর রহমান রনি বলেন, “জিয়াউর রহমানের সৃষ্ট বহুদলীয় গণতন্ত্র তারেক রহমানের নেতৃত্বে পুনঃপ্রতিষ্ঠা করা হবে। জনগণই হবে পরিবর্তনের শক্তি।”

দেশব্যাপী পালিত এসব কর্মসূচিতে বিএনপি নেতারা সরকারের প্রতি আহ্বান জানান—সংবিধানসম্মত সময়ের মধ্যেই অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফেরার। না হলে, তাদের ভাষায়, “দেশ আবারও রাজনৈতিক অস্থিরতা ও মহাবিপর্যয়ের দিকে যাবে।”

সিএনআই/২৫

শেয়ার করুন