১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শুক্রবার থেকে ২২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

শেয়ার করুন

জরুরি পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে রাজধানী ঢাকা ও আশপাশের বেশ কয়েকটি এলাকায় শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে টানা ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৯টা থেকে পরদিন শনিবার (৮ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকবে কড্ডা, কোনাবাড়ী, জরুন, সুরাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর, শ্রীপুর, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া, জিরাবো ও আশপাশের এলাকায়। এসব অঞ্চলের গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্প–সব ধরনের গ্রাহকই এই সময়ে গ্যাস পাবেন না।

তিতাস গ্যাস জানায়, পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করতে এই সময়ের জন্য সরবরাহ বন্ধ রাখা হবে। সংস্থাটি গ্রাহকদের আগাম সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে এবং সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

কর্তৃপক্ষ আশা করছে, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পর দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে।
সিএনআই/২৫

শেয়ার করুন