১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নতুন নিয়মে পরীক্ষা শুরু

শেয়ার করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন আনছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রথম ধাপে ছয় বিভাগের মোট ১০ হাজার ২১৯টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নতুন বিধিমালা অনুযায়ী, লিখিত ও মৌখিক—দুই ধাপেই পরীক্ষার কাঠামো ও নম্বর বণ্টনে পরিবর্তন আনা হয়েছে।

এ বছর লিখিত পরীক্ষা হবে মোট ৯০ নম্বরের, যেখানে বাংলা ও ইংরেজি বিষয়ে ২৫ নম্বর করে ৫০ নম্বর এবং গণিত ও সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) বিষয়ে ২০ নম্বর করে ৪০ নম্বর নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার সময়সীমা থাকবে ৯০ মিনিট। লিখিত পরীক্ষায় ন্যূনতম ৪৫ নম্বর (৫০%) পেলে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া যাবে। মৌখিক পরীক্ষার পূর্ণমান ১০ এবং পাস নম্বর ৫।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মাসুদ আকতার খান জানান, আগের ২৫ নম্বরের ভাইভা পদ্ধতিই ছিল দুর্নীতির প্রধান উৎস। তাই সেটি ১০ নম্বরে নামিয়ে আনা হয়েছে, যাতে নিয়োগপ্রক্রিয়া আরও স্বচ্ছ হয়।

এর আগে লিখিত পরীক্ষার পূর্ণমান ছিল ৭৫ এবং মৌখিক পরীক্ষার জন্য ২৫ নম্বর নির্ধারিত ছিল। এর মধ্যে শিক্ষাগত ফলাফলের ওপর ১০ নম্বর এবং প্রার্থীর ব্যক্তিত্ব ও সাধারণ জ্ঞানের ওপর ১৫ নম্বর দেওয়া হতো।

প্রথম ধাপের এই নিয়োগ রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের জন্য। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৮ নভেম্বর থেকে এবং চলবে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

সহকারী শিক্ষক পদটি ১৩তম গ্রেডভুক্ত, যেখানে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। প্রার্থীর বয়সসীমা ৩০ নভেম্বর ২০২৫ তারিখে ২১ থেকে ৩২ বছর হতে হবে। আবেদনকারীদের ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে, তবে কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

সিএনআই/২৫

শেয়ার করুন