
মাহফুজুল ইসলাম ,যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মাইক্রোবায়োলজি ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফাহিম আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মুশফিকুর আলম মুহিত।
মঙ্গলবার (২৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। জানা যায়, যুগ্ম সাধারণ সম্পাদক (গবেষণা) ও কোষাধ্যক্ষ পদ ব্যতীত অন্যান্য সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হয়েছে। নবগঠিত এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
কমিটির অন্যান্য পদে নির্বাচিত রা হলেন—সহ-সভাপতি মো. হাসানুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) মো. আসিবুল ইসলাম সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক (গবেষণা) ফাতিমা তুজ জাহুরা শশী এবং কোষাধ্যক্ষ সাবরিনা সুলতানা নওরিন।
এছাড়া যোগাযোগ সম্পাদক হাবিব আল মাহমুদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে জুবায়ের আহমেদ রাজ ও সুশমিতা রায়, প্রচার সম্পাদক হিসেবে আবির মাহমুদ এবং প্রকাশনা সম্পাদক হিসেবে তুষার শাহরিয়ার নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি ফাহিম আহমেদ বলেন, মাইক্রোবায়োলজি ক্লাব মাইক্রোবায়োলজি বিভাগের সকল শিক্ষার্থীর একাডেমিক ও ব্যক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গবেষণা, সিভি তৈরি, এবং সহশিক্ষা কার্যক্রমসহ ভবিষ্যৎ গঠনের জন্য প্রয়োজনীয় সব দিকেই ক্লাবটি বিশেষ নজর দেবে। পাশাপাশি, প্রতি মাসে একটি অফিসিয়াল সেশন অনুষ্ঠিত হবে, যেখানে শিক্ষার্থীরা তাদের চাহিদা, সমস্যা ও মতামত উন্মুক্তভাবে তুলে ধরতে পারবে,এভাবেই আমরা আমাদের কাজ করে যাবো।