১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি

শেয়ার করুন

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা চূড়ান্ত আপিলের চতুর্থ দিনের শুনানি চলছে আপিল বিভাগে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি শুরু হয়। আদালতে জামায়াতে ইসলামীর মহাসচিবের পক্ষে যুক্তি উপস্থাপন করছেন আইনজীবী শিশির মনির।

এর আগে গত ২৩ অক্টোবর তৃতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়। সেদিন ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী ইন্টারভেনর হিসেবে শুনানিতে অংশ নেন। আরও আগে ড. শরীফ ভূঁইয়া বদিউল আলম মজুমদারের পক্ষে দ্বিতীয় দিনের শুনানি শেষ করেন।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার অনুমতি দেওয়া হয় গত ২৭ আগস্ট। এর পর ড. বদিউল আলম মজুমদার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মিয়া গোলাম পরওয়ারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি আপিল করেন।

প্রসঙ্গত, ২০১১ সালের ১০ মে আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে, যার মাধ্যমে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়। পরবর্তীতে পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে পরিবর্তনটি কার্যকর হয়।
সিএনআই/২৫

শেয়ার করুন