১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ফোনে স্ত্রীর নাম ‘মটু’ সেভ করায় ডিভোর্স

শেয়ার করুন

তুরস্কে এক দম্পতির বিবাহবিচ্ছেদ হয়েছে এক অদ্ভুত কারণে—স্বামী তার স্ত্রীর নাম ফোনে ‘Chubby’ (বাংলায় ‘মটু’) নামে সেভ করেছিলেন। প্রথমে বিষয়টি হাস্যরস হিসেবে দেখা হলেও স্ত্রী এটিকে অপমানজনক মনে করে আদালতে মামলা করেন।

আদালত রায়ে বলে, এই নাম মানসিকভাবে আঘাত দেয় ও সম্পর্কের মর্যাদা ক্ষুণ্ণ করে। স্ত্রী আরও অভিযোগ করেন, স্বামী নিয়মিত হুমকি ও অপমানজনক বার্তা পাঠাতেন এবং বাবার চিকিৎসার খরচ দাবি করতেন। তদন্তে স্বামীর পরকীয়ার অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়।

শেষ পর্যন্ত আদালত স্বামীর আচরণকে “মানসিক ও আর্থিক সহিংসতা” হিসেবে চিহ্নিত করে স্ত্রীর পক্ষে রায় দেন। ক্ষতিপূরণের পরিমাণ প্রকাশ করা হয়নি।

তুরস্কের আইনে কারও সম্মানহানিকর আচরণের জন্য সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে—কেউ একে মজার বলেছেন, কেউ আবার রায়টিকে একেবারে ন্যায্য বলে মন্তব্য করেছেন।

সিএনআই/২৫

শেয়ার করুন