১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কৃষক ছাড়া দেশের খাদ্য নিরাপত্তা সম্ভব নয়: খাদ্য উপদেষ্টা

শেয়ার করুন

রাজশাহীতে অনুষ্ঠিত খাদ্যবান্ধব কর্মসূচি ও আমন সংগ্রহ প্রস্তুতি সভায় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, কৃষকদের বাদ দিয়ে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। তিনি কৃষকদের ‘খাদ্য নিরাপত্তার সামনের সারির যোদ্ধা’ আখ্যা দিয়ে বলেন, সরকারের নীতিনির্ধারণে অবশ্যই কৃষকের উৎপাদন খরচ ও লাভ বিবেচনায় রাখতে হবে।

তিনি আরও জানান, খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে এবং এ কর্মসূচি চলমান থাকবে।

রাজশাহী অঞ্চলকে দেশের ‘খাদ্য গুদাম’ হিসেবে উল্লেখ করে খাদ্য উপদেষ্টা বলেন, পর্যাপ্ত মজুত থাকলেও চালের চাহিদা বেশি হওয়ায় সীমিত পরিসরে (সর্বোচ্চ ৪ লাখ টন) চাল আমদানি করা হবে।

সিএনআই/২৫

শেয়ার করুন