
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় এলে কর্মজীবী নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত এক নাগরিক সংবর্ধনায় এই মন্তব্য করেন; সংবর্ধনাটি আয়োজন করে কোয়ালিশন অব বাংলাদেশী আমেরিকানস। অনুষ্ঠান স্থানীয় সময় রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, কিছু পক্ষ দাবি করে যে জামায়াত ক্ষমতায় এলে নারীদের ঘরে তালা লাগিয়ে রাখবে — তবে তিনি বলে দেন, “এতো তালা কেনা কই থেকে হবে?” এই মন্তব্যের মাধ্যমে তিনি সেই ধরনের অভিযোগ অগ্রাহ্য করেছেন।
সংবর্ধনায় তিনি আরও বলেন, বর্তমানে বিচার প্রক্রিয়ায় থাকা জুলাই হত্যাকাণ্ডে দ্রুত এবং ন্যায়সঙ্গত রায় দেখতে চান দেশের মানুষ; নতুন কোনো ক্ষমতা গঠিত হলে সেসব রায়ের ন্যায়ভিত্তিক সমাপ্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্ষমতায় এলে দেশে বিনিয়োগ বৃদ্ধির সুযোগ সৃষ্টি করারও অঙ্গীকার করেছেন তিনি।
নারীদের বর্তমান কর্মঘণ্টা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ডা. শফিকুর রহমান বললেন, মায়েরা সন্তান জন্ম দিয়ে দুধ পান করিয়ে লালন-পালন করছেন। একই সঙ্গে তারা পেশাজীবী হিসেবেও কাজ করছেন; ফলে নারীদের প্রতি ন্যায্যতা প্রদানে ৮ ঘণ্টা কর্মঘণ্টা এখনও অবিচারস্বরূপ—ক্ষমতায় এলে এ সমস্যা সমাধানে কর্মঘণ্টা কমিয়ে আনা হবে। তবে ঠিক কত ঘণ্টা কমানো হবে — উদাহরণস্বরূপ ৮ ঘণ্টা থেকে ৫ ঘণ্টা করা হবে কিনা — তা তিনি স্পষ্ট করে বলেননি বা চূড়ান্ত সময় উল্লেখ করেননি।
সিএনআই/২৫