
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ফের দেখা দিয়েছে ফিক্সিংয়ের ছায়া। জাতীয় দলের সাবেক অলরাউন্ডার ও রংপুর বিভাগের ক্রিকেটার নাঈম ইসলাম সম্প্রতি এনসিএল টি-টোয়েন্টিতে ফিক্সিংয়ের প্রস্তাব পান।
৩৮ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটার প্রস্তাব প্রত্যাখ্যান করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিট (এসিইউ)-কে দ্রুত অবহিত করেন। ফলে ঘটনা প্রকাশ্যে আসে এবং তদন্ত শুরু হয়েছে।
ঘটনাটি ঘটে ২৬ সেপ্টেম্বর, যখন এনসিএল টি-টোয়েন্টির এক ম্যাচে রংপুর বিভাগ মুখোমুখি হয় ঢাকা বিভাগের। খেলা শেষে মোবাইল ফোন হাতে পেয়ে নাঈম দেখতে পান অপরিচিত যুক্তরাজ্যভিত্তিক নম্বর থেকে সন্দেহজনক বার্তা। বার্তায় পাঠানো ব্যক্তি ‘ডেভিল’ ছদ্মনাম ব্যবহার করলেও পরিচয়ে দেখান ভারতের এক নাগরিক, অমিত এমজেঠিয়া।
বার্তায় নাঈমকে ম্যাচের মধ্যে এক ওভার ফিক্সিং করার প্রস্তাব দেওয়া হয়। তবে নাঈম বিষয়টি সঙ্গে সঙ্গে টিম ম্যানেজার তারেক আহমেদ রুবেন-কে জানান, যিনি পরে এসিইউ কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন।
বিসিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে বার্তাটির আন্তর্জাতিক সংযোগ পাওয়া গেছে এবং এ ঘটনায় আরও অনুসন্ধান চলছে। ক্রিকেট মহল নাঈমের সততা ও সচেতন পদক্ষেপকে বাংলাদেশ ক্রিকেটে নৈতিকতার দৃষ্টান্ত হিসেবে দেখছে।
সিএনআই/২৫