১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

এআইয়ের পরিবেশগত প্রভাব নিয়ে বেশি চিন্তিত আমেরিকানরা

শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্তার দ্রুত বাড়ছে। বিশাল ডেটা সেন্টার স্থাপনসহ দেশজুড়ে এআই ব্যবহারের পরিধি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তবে দেশটির অনেক নাগরিক এই প্রযুক্তির পরিবেশগত প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

সম্প্রতি এপি-এনওআরসি ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট পরিচালিত এক জরিপে দেখা গেছে, মার্কিন নাগরিকরা এআইয়ের কারণে পরিবেশের ক্ষতি নিয়ে অন্যান্য শিল্পের তুলনায় বেশি উদ্বিগ্ন

জরিপে বলা হয়, এআই পরিচালনায় বিশাল পরিমাণ বিদ্যুৎ ও পানির প্রয়োজন হয়। এই বিদ্যুৎ ব্যবহার কার্বন নিঃসরণ বাড়িয়ে জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখছে। ফলে ডেটা সেন্টারগুলোর আশপাশের স্থানীয় কমিউনিটিগুলোও উদ্বেগে রয়েছে।

জরিপ অনুযায়ী, প্রায় ৪০ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক “অত্যন্ত” বা “খুব” উদ্বিগ্ন—যা ক্রিপ্টোকারেন্সি, মাংস উৎপাদন বা বিমান চলাচল সম্পর্কিত উদ্বেগের চেয়ে বেশি।

রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও ভিন্নতা রয়েছে—ডেমোক্র্যাটদের প্রায় অর্ধেক এআইয়ের প্রভাব নিয়ে চিন্তিত, যেখানে স্বতন্ত্র ও রিপাবলিকানদের এক-তৃতীয়াংশ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কিছু রিপাবলিকান অবশ্য বিশ্বাস করেন, সঠিকভাবে ব্যবহৃত হলে এআই পরিবেশসহ অন্যান্য খাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

জরিপের ফলাফল বলছে, অধিকাংশ আমেরিকান মনে করেন, আগামী দশকে এআই পরিবেশ, অর্থনীতি ও সমাজে ইতিবাচকের তুলনায় নেতিবাচক প্রভাব বেশি ফেলবে

২০২৫ সালের সেপ্টেম্বর মাসে পরিচালিত এই জরিপে অংশ নেন ৩,১৫৪ জন মার্কিন প্রাপ্তবয়স্ক

সিএনআই/২৫

শেয়ার করুন