১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: ফখরুল

শেয়ার করুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, দৈনিক নয়া দিগন্তের মালিক মীর কাসেম আলী এবং বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অনেক আলেম-ওলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেছেন, গণতন্ত্রকামী শক্তির ওপর ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নের বিষয়টি জাতি ভুলেনি।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি বলেন, ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং ২০ হাজারের বেশি নেতাকর্মী হত্যা বা গুম করা হয়েছে।

ফখরুল বলেন, ১৯৭৫ সালের বাকশাল আমলে সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তা ফিরিয়ে দেন ও বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। বিএনপি ঐক্যবদ্ধভাবে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় এবং সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানায়।

সিএনআই/২৫

শেয়ার করুন