
খুলনার খানজাহান আলী থানার আটরাগিলাতলা এলাকার একটি কালভার্ট থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতের বাম হাত ভাঙা, মুখ এবং মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে, থুতনিতে লম্বা আঘাতের দাগও দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে ডোবায় ফেলা হয়েছে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫–৩০ বছর।
সিআইডির ক্রাইম সিন ইউনিট এবং পিআইবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। থানার ওসি মো. তুহিনুজ্জামান জানান, মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সিএনআই/২৫