১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রাণীদের মানবিক যত্ন ও সুরক্ষা নিশ্চিত করতে হবে: উপদেষ্টা ফরিদা

শেয়ার করুন

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চিড়িয়াখানায় থাকা প্রাণীদের যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। তিনি প্রাণীদের প্রতি মানবিক আচরণের ওপর গুরুত্ব আরোপ করেন।

শনিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা পরিদর্শনের পর ইন্টার প্রিটেশন সেন্টারে মতবিনিময় সভায় তিনি বলেন, চিড়িয়াখানার প্রাণীদের যথাযথ যত্ন ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। বিশেষ করে বিলুপ্তপ্রায় প্রাণীদের সংরক্ষণের মাধ্যমে প্রাণিজগতে ইতিবাচক অবদান রাখা সম্ভব।

উপদেষ্টা আরও বলেন, দর্শনার্থীরা কখনো কখনো প্রাণীদের উত্ত্যক্ত করেন, যা প্রতিরোধের জন্য চিড়িয়াখানার কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এছাড়া তিনি দর্শনার্থীদের সচেতন হওয়ারও আহ্বান জানান।

চিড়িয়াখানার আধুনিকায়নের বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন। ‘বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা আধুনিকায়ন প্রকল্প’ কার্যক্রম চলমান আছে এবং প্রকল্প অনুমোদন পেলে আধুনিকায়ন আরও এগিয়ে যাবে। বর্তমানে ৪০ কোটি টাকার বরাদ্দ দিয়ে জরুরি চাহিদা পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি প্রাণিকল্যাণ আইন ২০১৯-এর পূর্ণ বাস্তবায়নেরও আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. ময়জার রহমান, কেন্দ্রীয় মুরগি খামারের পরিচালক জিনাত সুলতানা এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান

সিএনআই/২৫

শেয়ার করুন