১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ড্রোন নিষিদ্ধ

শেয়ার করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারে ড্রোন ব্যবহার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন প্রক্রিয়ার গোপনীয়তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে।

সোমবার (২০ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার হোসেন। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইসি সচিব আখতার হোসেন বলেন, নির্বাচনী প্রচারে সাধারণ প্রার্থীরা ড্রোন ব্যবহার করতে পারবে না। তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনে ড্রোন ব্যবহার করতে পারবে।

তিনি আরও জানান, নির্বাচনের জন্য প্রায় ৬ লাখ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। এর মধ্যে সেনাবাহিনীর ১ লাখ সদস্য দায়িত্ব পালন করবে, পুলিশ দেড় লাখ এবং বাকি বিভিন্ন বাহিনীর সদস্যরা কাজ করবেন।

আখতার হোসেন উল্লেখ করেন, এর আগে আইনশৃঙ্খলা বাহিনী পাঁচ দিনের জন্য মোতায়েন করা হতো, এবার আট দিনের প্রস্তাব এসেছে। বিষয়টি পরীক্ষা করা হবে।

সিএনআই/২৫

শেয়ার করুন