
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের হলে বিজয়ী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমের ভাই আবু আয়াজ। তিনি সোহরাওয়ার্দী হল সংসদে কার্যনির্বাহী সদস্য পদে জয়লাভ করেছেন।
জানা গেছে, আবু আয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে বিশ্ববিদ্যালয়ের বিবিএ অডিটরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এতে দেখা যায়, চাকসুর ২৬টি পদের মধ্যে ২৪টিতেই জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। বাকি দুটি পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী।
ফলাফলে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ইব্রাহিম হোসেন রনি ৭ হাজার ৯৮৩ ভোট, জিএস পদে সাঈদ বিন হাবিব ৮ হাজার ৩১ ভোট এবং এজিএস পদে ছাত্রদল সমর্থিত আইয়ুবুর রহমান তৌফিক ৭ হাজার ১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এছাড়া সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী তামান্না মাহবুব প্রীতি। বাকি অধিকাংশ পদেই জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা।
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত এই চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ব্যাপক উৎসাহ দেখা যায় শিক্ষার্থীদের মধ্যে। বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এ নির্বাচনে মোট ১৩টি প্যানেল থেকে ৯০৮ জন প্রার্থী ২৩২টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন।
সিএনআই/২৫