১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে অবশেষে মুখ খুললেন সোনাক্ষী

শেয়ার করুন

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে ঘিরে ফের নতুন গুঞ্জন—তিনি নাকি মা হতে চলেছেন! গত মঙ্গলবার রাতে মুম্বাইয়ের এক ঝলমলে ফ্যাশন ইভেন্টে স্বামী জহির ইকবালের হাত ধরে হাজির হন সোনাক্ষী। এরপরই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে তার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই অনুষ্ঠানে লাল রঙের আনারকলি পোশাকে দেখা যায় সোনাক্ষীকে। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তার ওড়না। কাঁধ থেকে নিচে ঝুলে থাকা ওড়নাটি দেখে অনেকেরই ধারণা হয়, তিনি যেন পেটের অংশ ঢাকার চেষ্টা করছেন। এ সময় জহিরের হাত ধরে রেড কার্পেটে হেঁটে আসার দৃশ্য এবং ছবিতেও সোনাক্ষীর হাত পেটের কাছে থাকার কারণে গুঞ্জন আরও বেড়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ছবিগুলো ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা। কেউ কেউ দাবি করেন, সোনাক্ষী হয়তো ‘বেবিবাম্প’ লুকানোর চেষ্টা করছেন।

এমন অবস্থায় মুখ খুলেছেন সোনাক্ষী সিনহা নিজেই। তিনি জানান, “এই মুহূর্তে আমি কোনো নতুন কাজ করছি না। ব্যক্তিজীবনে ভালো আছি। তাই এসব গুজবে কান দিতে চাই না। যখন কাজে ফিরব, তখনই এসব বিষয়ে কথা বলব।”

অভিনেত্রী আরও বলেন, তিনি এখন নিজের শান্তি ও মানসিক স্বাস্থ্যের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন এবং অযথা বিতর্ক থেকে দূরে থাকতে চান।

উল্লেখ্য, চলতি বছরের জুনে দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা জহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী সিনহা। এরপর থেকে প্রায়ই তাদের একসঙ্গে বিভিন্ন ইভেন্টে দেখা যায়।

সিএনআই/২৫

শেয়ার করুন