১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় আহত বাবাকে বাঁচাতে সাহায্যের আবেদন হাবিপ্রবির শিক্ষার্থী সালমার

শেয়ার করুন

১২ অক্টোবর ২০২৫

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী মোছা. উম্মে সালমা রাফি মনি তার গুরুতর আহত বাবাকে বাঁচাতে সবার কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। তার বাবা বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

রাফি মনি হাবিপ্রবির বিজনেস স্টাডিজ অনুষদের মার্কেটিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী। তিনি রংপুর থেকে পড়তে আসেন। গত ৯ অক্টোবর রংপুরের মিঠাপুকুরে ঢাকা–রংপুর মহাসড়কে তার বাবা সড়ক দুর্ঘটনার শিকার হন। এরপর থেকে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পরিবারটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে চিকিৎসায় উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। তবে বাবার চিকিৎসা চালিয়ে যেতে জরুরি ভিত্তিতে আরও প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন, যা তাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়।

অশ্রুসিক্ত কণ্ঠে সালমা বলেন, “আমার বাবা আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি এখন আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। আমরা সব সঞ্চয় শেষ করে ফেলেছি। বাবার চিকিৎসা চালাতে এখন সবার সাহায্য প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আপনাদের সামর্থ্য অনুযায়ী কেউ যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে আমার বাবা হয়তো নতুন করে বেঁচে উঠতে পারবেন। আপনাদের এই সহায়তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।”

শেয়ার করুন