১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সাড়ে তিন ঘণ্টায় ভোট পড়েছে ৩৫ শতাংশ

শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত চার ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ৩৫ শতাংশ।

বিষয়টি নিশ্চিত করেছেন চাকসুর নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক আরিফুল হক সিদ্দিকী।তিনি বলেন, সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে।

অভিযোগের বিষয়ে অধ্যাপক আরিফুল হক সিদ্দিকী বলেন, ‘প্রার্থীরা কিছু অভিযোগ দিয়েছেন, আমরা তা আমলে নিয়ে খতিয়ে দেখছি।’

এর আগে বুধবার সকাল সাড়ে ৯টায় ভোট শুরু হয়েছে। ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

শেয়ার করুন