১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় বৃদ্ধার রহস্যজনক মৃত্যু

শেয়ার করুন
খুলনা

খুলনার বটিয়াঘাটা উপজেলার গজালমারি শান্তিনগর এলাকায় সুফিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। সুফিয়া ওই এলাকার হাসান জমিদারের স্ত্রী।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

প্রতিবেশীরা জানান, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তার শরীরে মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে কেউ থাকে হত্যা করেছে। লাশ ঘরের ভেতর লাশ পড়ে ছিল। পরে পুলিশকে জানানো হয়।

বটিয়াঘাটা থানার এসআই পবিত্র মণ্ডল জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে একটি বসতবাড়ির বারান্দায় লাশটি পড়ে ছিল। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন