
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার,২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় বগুড়ার শহীদ খোকন পার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক জনসভায় দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় তিনি প্রার্থীদের হাত তুলে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তাদের দলীয় প্রতীক হবে হাত পাখা।
এর আগে বিকেলে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করীম বলেন, পিআর পদ্ধতি এমন একটি ব্যবস্থা, যেখানে জনগণের প্রতিটি ভোটের মূল্য আছে। এখানে ছোট-বড় সব দলই ভোটের আনুপাতিক হারে সংসদে আসন পায়। এজন্য পিআর পদ্ধতি চালু করা ছাড়া বিকল্প নেই। একটি শক্তিশালী, প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ গঠন হয়, যা জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে।
তিনি সরকারের কাছে দাবি করে বলেন, সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন অবশ্যই আপনাকে দিতে হবে, তা ছাড়া আবার বাংলাদেশে নতুন করে ফ্যাসিস্ট ফিরে আসবে।
আমির ফয়জুল করীম বলেন, দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে আমরা দেশের নির্বাচন পদ্ধতির সংস্কার চেয়েছি। ৫৩ বছর ধরে যে প্রহসনের নির্বাচন দেখে এসেছি, যেখানে দিনের ভোট রাতে বাক্সবন্দি হয়, যেখানে কেন্দ্র দখল করে জোরপূর্বক জয় ছিনিয়ে নেওয়া হয়, সেই পদ্ধতি আমরা আর চাই না। এই পদ্ধতি বহু মায়ের বুক খালি করেছে, বহু জীবন পঙ্গু করেছে।